আমার বাড়ি স্বর্গ পুরী
পাখ্-পাখালির খেলা।
চারিদিকে ফসলের মাঠ
কি অপরূপ মেলা।
পাখির কন্ঠে সুর উঠেছে
মন মাতানো গান।
সে সুরেতে মন মেতেছে
জুড়ায় মনো প্রাণ।
ভ্রমর রাজে ভাব করেছে
সরষে ফুলের সাথে।
ঘাস ফুলে যে নালিশ দিল
শুনতে পেলাম পথে।
ভোরের দোয়েল গীত শিখেছে
বাজায় দারুন শিস।
ফসল রাজে সুবাস ছাড়ে
দোলে দোলে শীষ।
ঘাস ফড়িং এ গোসল করে
শিশির ভেজা ঘাসে।
এমন দৃশ্য দেখে আমার
স্বর্গ পুরী হাসে।
রচনা: ২৬ অক্টোবর ২০২৪
স্থান : মাদারগঞ্জ জামালপুর।