এই পৃথিবী সাধুর বাজার
সব মানুষই সাধু,
কোন? মানুষে ঝগড়া করে
জানা নাইরে চাদু!
এই পৃথিবী সাধুর বাজার
সব মানুষই সাধু,
কোন? মানুষে গীবত ছড়ায়
মুখে নিয়ে মধু!
এই পৃথিবী সাধুর বাজার
সব মানুষই সাধু,
কোন? মানুষে মানুষ মারে
করে কালো যাদু !
এই পৃথিবী সাধুর বাজার
সব মানুষই সাধু,
কোন? মানুষে খুন করে রে
বলো ভাইরে বুদু?
এই পৃথিবী সাধুর বাজার
সব মানুষই সাধু ,
কোন? মানুষে ধর্ষণ করে
জবাব নাইরে দাদু !
এই পৃথিবী সাধুর বাজার
সব মানুষই সাধু,
কোন? মানুষে চাঁদা তুলে
খবর নাইরে শুধু!
এই পৃথিবী সাধুর বাজার
সব মানুষই সাধু,
কোন? মানুষে ঘোষ নিলো রে
জানা আছে নাদু?
এই পৃথিবী সাধুর বাজার
সব মানুষই সাধু,
কোন? মানুষে রক্ত চুষে
শাসক বেশে পশু!
রচনা:০৯ অক্টোবর ২০২৪
স্থান : মাদারগঞ্জ,জামালপুর।