আয়রে ফিরে ছোট্ট বেলা
ছোট্ট বেলার সাথী।
বিকেল বেলার ডাংগুলি আর
কুপি বাতির রাতি।
আয়রে ফিরে কলা পাতার
ছাউনী দেয়া ঘর।
মাটির পুতুল বিয়ে দিব
উৎসবের'ই পর।
আয়রে ফিরে কাঁঠাল পাতার
টাকা,পয়সা,কড়ি।
নারকেল পাতা ছিঁড়ে আবার
বানাবো হাত ঘড়ি।
আয়রে ফিরে বদন, গোল্লা
ছুটব আবার ঐ।
স্কুল বেলা হয়ে গেলে
ছুটব হাতে বই।
আয়রে ফিরে পাড়ার ক্রিকেট
বিশ টাকার ঐ বল।
বিকেল বেলা সব সাথিরা
খেলতে মাঠে চল্।
আয়রে ফিরে নাটাই,ঘুড়ি
ঐ আকাশে উরি।
আমার লাগি আনবি একটা
নীল অম্বরের পরী।
রচনা: ২৪ অক্টোবর ২০২৪
স্থান : মাদারগঞ্জ,জামালপুর।