রাজার দেশে প্রজার মূল্য
বরাবর'ই শূন্য।
ক্রীতদাসের কেনা বেচা
মানুষ সেথায় পণ্য।
রাজার হুকুম মানতে সবাই
সদায় থাকে ব্যস্ত।
রাজার হুকুম না মানিলে
থাকে না কেউ আস্ত।
রাজা মশাই বড্ড রাগি
তাহার হুকুম শ্রেষ্ঠ।
মানতে প্রজা ব্যর্থ হলে।
বাড়ে প্রজার কষ্ট ।
প্রজা বেটা মানুষ তো না
আস্ত একটা গাধা।
রাজার ভুলের মাশুল বোকা
প্রজার গুলক ধাঁধা।
রাজা রাজ্যের হিসাব দিলে
হিসাব বোঝা সোজা।
সে হিসাবে গলদ পেলে
ভোগে প্রজা সাজা ।
রাজা দেশের ঘন্টা বাজায়
পালায় মহা সুখে ।
বোকা প্রজার জীবন কাঁটে
দিন যায় দুঃখে দুঃখে।
রচনা: ২৯ অক্টোবর ২০২৪
স্থান : মাদারগঞ্জ,জামালপুর।