ব্যথার কোলাহলে ক্ষতবিক্ষত হৃদয়টা
শান্তির একটা নীড় খোঁজে নিয়েছিল
তোমার ময়ূরের পালক রাঙ্গা চোখে।
প্রশান্ত আত্মাটা প্রফুল্ল চিত্তে তোমায় জায়গা করে দিয়েছিল
হৃদয়ের সবচেয়ে নিরাপদ স্থানে
নরম তুলতুলে রেশমে মোড়ানো জায়গায়।
কিন্তু তুমি আমার পবিত্র হৃদয়ের উষ্ণতা
শৈর্য্য করতে ব্যর্থ হয়েছিলে।
আমার সমস্ত ভালোবাসা উপেক্ষা করে
হৃদয় টাকে চিঁড়ে খরস্রোতা নদীর মতো
ব্রক্ষপুত্র নদের রূপ ধরে ছুটে চলে ছিলে
সুদীর্ঘ পথে শীতলক্ষার দিকে।
আজ হয়তো তুমি তোমার নীড়
খোঁজে পেয়েছ সাগরের বিশালতায়।
কিন্তু "অপলক নয়না" তোমার যে চোখে
আমি আমার শান্তির নীড় খোঁজে পেয়েছিলাম
সেই কাজল রাঙ্গা চোখ দুটি আমি আজও খুঁজে ফিরি।
-লোক হতে লোকান্তরে পথ হতে দিগন্তে কত্তো খুঁজেছি,পাইনি জানো।
তোমাকে সমুদ্রের বিশালতায় খুঁজেছি,
পাহাড়, পর্বতের উচ্চতায় খুঁজেছি
একবার হিমালয়ের সর্বোচ্চ শিংঙ্গ মাউন্ট এভারেস্টেও খুঁজেছি
কোথাও পাইনি "অপলক নয়না" কোথাও পাইনি।
আমার সেই শান্তির নীড় আমি আর কোথাও খুঁজে পাইনি।
সেই দুটি চোখ, আজও হৃদয়ের জাদুঘরে
"অপলক নয়না" নামে খুব যতনে সংরক্ষিত খুব যতনে।
রচনা: ১৪ নভেম্বর ২০২৪
স্থান : মাদারগঞ্জ,জামালপুর।