সহস্র রক্তের নদী পেরিয়ে
পঁচা মাংসের হৃৎপিণ্ডের উপর দাঁড়িয়ে
তুমি এসেছিলে হে ডিসেম্বরী বিজয়।
তুমি তো কারোর করুনার দান নও।
তুমি আমার মহান স্রষ্টার নতুন সৃষ্টি
রক্তে ধোয়া রণাঙ্গনের ফসল।
তুমি আমার ত্রিশ লক্ষ পূর্বপুরুষের
বীরত্বে গাঁথা মাথার খুলির বলিদান।
তুমি আমার বীরাঙ্গনার
লাল ডুরা সবুজ শাড়ি,হারানো সন্মান।
তুমি আমার মাথা উঁচু করে দাঁড়ানোর প্রামাণ্য দলিল।
হে বিজয় তুমি এসেছিলে
জালিম শাসকের রক্ত চক্ষু উপেক্ষা করে
নিপীড়িত মানুষের সুজা হয়ে দাঁড়ানো
মেরুদন্ড বেয়ে।
তুমি আমার সাত কোটি জনতার
আয়ুর বাজিতে জেতা বিশ কোটি বাংলাদেশীর অহংকার।
তোমাকে কেন নিবো না বরণ করি,
তুমি অমর হও হে বিজয় মহাপ্রলয় তরী।


রচনা: ১৫ ডিসেম্বর ২০২৪
স্থান : মাদারগঞ্জ,জামালপুর।

সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। সেই সাথে শ্রদ্ধা ভরে স্মরণ করছি বিজয়ের নেপথ্যে থাকা সেই বাংলার দামাল ছেলেদের। যাদের জীবনের বিনিময়ে পাওয়া এ বিজয়।