এই দুনিয়ার সবই মিছে মৃত্যু শুধু সত্য।
সময় থাকতে স্মরণ করো-
হওরে অনুতপ্ত।

কোন সে মোহে পড়ে আজি ওহে মানব ব্যস্ত।
আজরাইলে ধরলে কিন্তু-
ধরবে করে শক্ত।

সময় থাকতে হও আগুয়ান ওহে মুসলমান।
ইমান আমল সঠিক করো-
বলছে রহমান।

কবর দেশে পোকামাকড় করছে বসবাস।
সঠিক আমল না থাকিলে-
করবে হায়হুতাশ।

সওয়াল জবাব কঠিন হবে না জানিলে দ্বীন‌।
মৃত্যু পুরী সাজবে তবে-
আগুন নামের বীন।

করছো মিছেই তাল বাহানা ওটাই তোমার দেশ।
এত্তো স্বাদের বাড়ি,গাড়ি-
মৃত্যু এলেই শেষ।

এই দুনিয়ার রং তামাশার নাইকো কোনো শেষ।
একাকিত্বের কবর জীবন-
মৃত্যু পুরীর দেশ।


রচনা: ২১ অক্টোবর ২০২৪
স্থান : মাদারগঞ্জ,জামালপুর।