হে মহা মহীয়ান
হাজার বছরের মৃত্তিকা মোদের অঙ্গে দিয়াছ মাখি
তুচ্ছ মাটি ছিলাম আমরা তুমি করেছ খাঁটি।
বৃষ্টিতে ভিজিয়ে করেছ কাঁদা-রোদে শুকিয়ে করেছো ঠনঠনে,
রুহুর ফুৎকার দিয়ে ঘোষণা দিয়েছ আশরাফুল বলে।
করেছ শ্রেষ্ঠ দিয়েছ সম্মান
হে মহা-মহীয়ান।
তুমি করেছ মোদের শ্রেষ্ঠ নবীর উম্মত
সে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ।
সন্দেহহীন কিতাব দিয়েছো একখানি
যা ঈমানদার, পরহেজগার, মুত্তাকিনের জন্য মহাবানী।
আমাদের প্রতি এইসব তোমার রহমতের দান
হে মহা- মহীয়ান ।