শাসক যখন শোষক বেশে রক্ত খেকো ভূত।
তোমরা এলে পাখি হয়ে একঝাঁক শান্তির দূত।
বুক চিতিয়ে রক্ত দিয়ে শোষক করলে ধোলাই।
রাজপথ ভিজে ইতিহাস হ'ল রক্তাক্ত জুলাই।
বুলেট বোমা রক্ত চক্ষু তোমরা পাওনি ভয়।
পাঁজরের বল নিয়ে কত ছল তবু এলো বিজয়।
জুলাই সেনা ভুল করোনা দেখাও সত্যের ক্ষমতা।
সত্যের বলে ফিরুক ঘরে আবার সাম্য সমতা।
বীর সেনানী সূর্য সন্তান তোমরা থেকো জেগে।
তোমরা সজাগ থাকলে জালিম বাংলা থেকে ভাগে।
জুলাই পাখি বারে বারে ডাকি বলো হুঁশিয়ার।
বাংলা মাকে শোষণ করা আর চলবে না আর।
বাংলা শোষণ করার আগে শাসক রেখো স্মরণ
রণাঙ্গনে শহীদ মরছে গাজির হয়নি মরণ।
রাষ্ট্র নায়ক,আমলা,প্রজা সবাই রেখো মনে।
দেশ প্রেমিকের স্থান আসনে দেশদ্রোহীদের বনে।
উৎসর্গ : কবিতাটি ২৪শের সকল দেশপ্রেমিক শহীদ ও পুঙ্গুত্ব বরণকরী যুদ্ধাদের উৎসর্গ করা হল।
তাং : 6 জানুয়ারি 2025
স্থান : মাদারগঞ্জ,জামালপুর।