বিজয়ের মাসে বিজয়ী পতাকা
শকুনের পায়ে পৃষ্ট।
লাল সবুজের দগ্ধ নিশানা
দগ্ধ হৃদয়ে কষ্ট।

আমার শ্যামল বাংলায় আজ
ভিন শকুনের লোভ।
মাসির দরদে পিসির ছেলের
প্রোপাগান্ডার ক্ষোভ।

আমার বাংলা ভালো আছে খুব
ধর্মের ভেদ ভুলে।
প্রোপাগান্ডার বলেয় কি ভাই
দেশ খেতে চাও গিলে।

বলছি বাংলা এবার থামরে
কেউ করিস না ঘেউ।
বাংলার পিছে বাংলা লেলিয়ে
তামাশা দেখছে কেউ।

কথা নয় ভাই কাজে কর্মেও
দিতে চাই মোরা প্রমান
তবেই তাহারা জবাব পাবে যে
দাঁত ভাঙ্গার সমান।

এখানে "ঘেউ" শব্দটি "আওয়াজ" অর্থে ব্যবহৃত হয়েছে।

প্রেক্ষাপট: জুলাই বিপ্লবের পর বাংলাদেশকে নিয়ে ভারতের তথা কথিত কিছু মিড়িয়ার প্রোপাগান্ডার যের ধরে ভারতে আগরতলাস্থ বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে হামলা ও পতাকা পুড়িয়ে উল্লাস।মূলত তাঁরই নিন্দা ও প্রতিবাদে "দগ্ধ নিশানা" কবিতাটি রচনা করা হয়েছে।

রচনা: ৪ ডিসেম্বর ২০২৪
স্থান : মাদারগঞ্জ,জামালপুর।