বুঝবে ঠিকই বুঝবে,
সেদিন আমায় খুঁজবে,
আমার কথা মনে করে-
মুখ লুকিয়ে কাঁদবে।
ভাববে ঠিকই ভাববে,
আমার কথা ভাববে,
সব হারিয়ে শূন্য হয়ে-
যেদিন তুমি ঠকবে।
কাঁদবে তুমি কাঁদবে,
আমায় ভেবে কাঁদবে,
আমায় হারায় যেদিন তুমি-
সত্য সঠিক বুঝবে।
বলবে তুমি বলবে,
আমার কথা বলবে,
সঠিক ছিল তাহার কথা-
ভিতর ভিতর পুড়বে।
আসবে তুমি আসবে,
আমার কাছে আসবে,
কবর পাণে চেয়ে চেয়ে-
বুকের ব্যথায় জ্বলবে।
হাসবে তুমি হাসবে,
আমায় ভেবে হাসবে,
পাগল বেশে হা হা করে-
অঝোরে ঐ হাসবে।
বুঝবে ঠিকই বুঝবে।
রচনা: ২৩ নভেম্বর ২০২৪
স্থান : মাদারগঞ্জ,জামালপুর।