শরৎ আইলো হেমন্ত আইলো
ঋতুর পর ঋতু ঘুইরা শীতও আইলো
কয়েক দিন পর দক্ষিণ হইতে বসন্তের বাতাসও বয়বো।
কিন্তু মনড়া কোনো ঋতুতেই মজিলনা।
মজিলনা রে মজিলনা এক্কেবারে মজিলনা।
শরৎতে কাশফুলের গান গাইলো না।

হেমন্তে খেজুর গাছে ঝুলন্ত কলসের কথা কইলো না।
শীত কালে কনকনে শীতে পথ্ শিশুর  ব্যথায়
মনড়া কাইন্দা উঠলো না।
"বিধ্বংসী প্রিয়া" তুমি আমার মনের
সব স্বাদ কাইরা নিছরে ‌।
আমার ভিতরের সব অনুভূতি গুলা ওলোটপালোট
কইরা দিছ ।

এখনো তোমার কথা মনে হইলে
কলিজাড়া কাইপা উঠে।
ভিতরড়া নইরা উঠে,মনড়া কাইন্দা উঠে।
প্রতি শীতে তোমার কথা ভীষণ মনে পরে।
কারণ কোন এক শীতের শুরুতে কুয়াশার
চাদর পইরা আমার ভিতরে‌ খুব ভিতরে
জায়গা কইরা নিছিলা।

শীত ও শেষ হইয়া গেল কুয়াশাও ফুরায়া গেল ।
বসন্তের হাওয়াতে তুমিও হারাইয়া গেলা।
সেই থাইকা আইজও হ আইজও
প্রতি শীতে তোমার শোক পোহায়।
তোমার কথা মনে কইরা কইরা দুঃখ বিলাস করি।


তাং : ১১ জানুয়ারি ২০২৫
স্থান : মাদারগঞ্জ,জামালপুর।