বলছি বিড়াল পরছে আকাল
দিব কাহার দোষ।
আগে খেতাম দুধে ভাতে
এখন বলে হোস।
কাঁটা দিত হাড্ডি দিত
খেতাম করে মজা।
এখন একটু ভুল করিলে
সাথে সাথেই সাজা।
এইতো সেদিন মান্দু বিড়াল
গেল ওদের ঘরে।
কি জানি কি ভুলের সাজায়
গেল শেষে মরে।
কিছু বিড়াল সুখেই আছে
অট্টালিকার ঘরে।
লাখোপতি মালিক তাহার
পোষে যতন করে।
আর বাকি সব কষ্টে আছি
রোদ বৃষ্টি ঝরে।
শীতের কালে কন কনে শীত
জান যায় ও'রে ওরে।
কোন কোর্টে তে বিচার দিব
নাই যে মোদের জানা।
রবের কাছেই বিচার রইল
মিলবে কোথায় খানা।
রচনা: ২০ অক্টোবর ২০২৪
স্থান : মাদারগঞ্জ,জামালপুর।