নিঝুম নিরালায় একাকী পিলে চমকে উঠা অন্ধকারে
কখনো আঁধারটাকে অনুভব করেছো।
জম কালো আঁধার নিস্তব্ধ চারিধার
প্রবাহমান দক্ষিণা বায়ু এমনি নিস্তব্ধ পরিবেশে
একাকী কখনো আঁধারটাকে অনুভব করেছো।

তারকারা নিয়েছে ছুটি
চন্দ্রী মামাও গিয়েছে তার মামার বাড়ি
এমনি হ্যাঁ হ্যাঁ এমনি নিরব নিস্তব্ধ গাঁ শিউরে উঠা
ভয়ংকর বিদখুটে অন্ধকারে
কখনো আঁধারটাকে অনুভব করেছো।

যেন কিছু একটা বলছে না?কিছু একটা শুনা যাচ্ছে না?
পাচ্ছো না শুনতে, শুনতে পাচ্ছো?
কারো হৃদয় ভাঙ্গার গর্জন,
হৃদয়ে রক্তক্ষরণের আওয়াজ
শুনতে পাচ্ছো না,সত্যিই শুনতে পাচ্ছো না।

তবে আমি কেনো শুনতে পাচ্ছি
কেনো সে আওয়াজ আমাকে কুরে কুরে খাচ্ছে
আমি কেনো শুনতে পাচ্ছি কারোর প্রিয়সি হারানো বেদনা
ভেঙ্গে খান খান হয়ে যাওয়া হৃদয়ের আর্তনাদ
আমি কেনো শুনতে পাচ্ছি হৃদ সাগরে সুনামির ঢেউ।

কেনো শুনতে পাচ্ছি
কারোর বুক ফাটা চাপা কান্না
বক্ষ পুড়ে আঙ্গার হওয়া কালো ধোঁয়ার আওয়াজ
কাউকে ফিরে পাওয়ার বেদনাতুর করুন সে আর্তনাদ।
কেনো শুনতে পাচ্ছি, কেনো….


রচনা: ৮ নভেম্বর ২০২৪
স্থান : মাদারগঞ্জ,জামালপুর।