তোমার পরিচয়
শেখ মুহাম্মদ সোহেল রানা
মনের গগনে সুখের লগনে
দিয়েছো তুমি দেখা,
হৃদয়টা তুমি করে মরুভূমি
নিষ্ঠুর ভাগ্য রেখা।
শূন্য এই মনে প্রতিটা ক্ষণে
তোমার বিরহ জমা,
স্বার্থ-পর তুমি আহত আমি
ওগো প্রাণ প্রিয়তমা।
নিঃসঙ্গ দিন তোমায় বিহীন
কোথায় তুমি আজ,
আছো সুখে হাসিমাখা মুখে
সেজে বধুর সাজ।
এটাই তুমি জানলাম আমি
তোমার এই পরিচয়,
বুকেতে ক্ষত অশ্রু অবিরত
ভাগ্য কেন নির্মম হয়।
চাইছি তাই কাঁদালে আমায়
নির্দয়া ও হৃদয়হীনা,
জীবন্ত মমি হলাম এই আমি
তোমার সুখের বীণা।
[রচনাকালঃ ২৬/১২/২০১৯ ইং]