“টাকা”
শেখ মুহাম্মদ সোহেল রানা

কত হয়ে অনাহারি পায়না খেতে
       ঠিকমত দুমুঠো ভাত,
টাকার নেশায় ঝগড়া, মারামারি
       করছে মরন সংঘাত।
অভাবের যন্ত্রনায় পেটের দায়ে
      খাটছেন যেমন রোজ,
ধনীর দুলালে অট্টালিকায় পরে
       করেছেন ভূরি ভোজ।
কেউ হয়ে সর্বহারা কেউ করেন
     ইট পাথরের অট্রালিকা,
কেউ পায়না খেতে আর কারও
      একাউন্টে ভর্তি টাকা।
টাকায় কেউবা হয় বীর বাহাদুর
       আবার কেহ হয় লাশ,
অন্ধ যেন সভ্যতার এই মানবতা
      পায়না করতে বসবাস।
ধনী গরীব ভেদাবেদ করে আজ
     সমাজকে করছে গ্রাস,
ক্ষমতা ও টাকা গরীবদের নিয়ে
     নিত্য করছেন উপহাস।
দু’চোখে ভরা রঙিন স্বপ্নটা নিয়ে
      খাটছে সারা জনমভর,
নিষ্ঠুর হয়ে স্বপ্নটুকু নিচ্ছে কেরে
     মানবতা এমন স্বার্থপর।
করছেন লুটপাট, নিচ্ছেন কেরে
      মনে নেই তাদের ভয়,
আজকের বাস্তবতা বড়ই কঠিন
     যা মেনে নিতে কষ্ট হয়।

[রচনাকালঃ ১৪/০৯/২০১৮ ইং]