স্বদেশ প্রেম
শেখ মুহাম্মদ সোহেল রানা

বাংলার আশা বাংলার ভাষা
    বাংলার মানুষ চেনা,
বাংলার বীর উন্নত এই শির
    রক্তের দামে কেনা।
দেশটা গড়তে লড়াই করতে
    এক হিন্দু মুসলমান,
ভাংবেই ঘুম জাগবে মজলুম
    ঐক্য বৌদ্ধ খ্রিস্টান।
সন্ত্রাসের অংশ করবো ধ্বংস
    হুংকার তাদের প্রতি,
ইতিহাস পাতায় প্রতি কথায়
    আমরা বীরের জাতি।
শিল্পীর আঁকা কল্পনায় মাখা
    নবীন রূপে সাজবে,
স্বাধীন দেশটায় আত্ব চেষ্টায়
    ঐক্যে সবাই বাঁচবে।
একটাই চেষ্টা প্রাণের দেশটা
    দেয় যদি কেউ হানা,
করবো লড়াই দেশটা গড়ায়
     বিন্দু ছাড় পাবেনা।
অস্ত্রটা ধরবো লড়াই করবো
     ঘাতক দিবো রুখে,
পাপের অংশ করবো ধ্বংস
     থাকব সবার সুখে।
করবো তাড়া পাবেনা ছাড়া
    ঘাতক যদিও থাকে,
থাকবো বেশ গড়বো এদেশ
    বাংলা মোদের মাকে।
সংঘাত দৃশ্যে দেখবে বিশ্বে
     সকল শত্রুর ঘাটি,
জালিম হটবে পতন ঘটবে
    কসম বাংলার মাটি।

[রচনাকালঃ ১২/০৯/২০২৪ ইং]
আনসার রোড, শ্রীপুর, গাজীপুর।