স্বাধীনতা তুমি কার?
শেখ মুহাম্মদ সোহেল রানা
আসল অপরাধী পায় না সাজা
নিরাপরাধ পায় না ছাড়,
বুক ফুলে সমাজে ঘুরে বেড়ায়
হে স্বাধীনতা তুমি কার?
স্বাধীনতা তুমি প্রভাবশালীদের
বর্বরতা নিষ্ঠুর আগ্রাসন,
জালিম হয়ে তারা করে জুলুম
বসেন ক্ষমতার আসন।
স্বাধীনতা তুমি মজলুমের জম
কেন অপরাধীর আপন,
ক্ষুধায় অনাহারি ছটফট করেন
ধনীর সুখে রাত্রি যাপন।
স্বাধীনতা তুমি ধনীর দুলালের
সেই বিশাল অট্টালিকা,
গরীবের স্বপ্ন-গুলো পুড়ে ছাই
জ্বলছেন আগুনের শিখা।
স্বাধীনতা তুমি দীর্ঘ নয়টি মাস
মুক্তিযুদ্ধের সেই ফসল,
ধনী গরীব ভেদাভেদের সমাজ
তোমার পরিচয় আসল।
স্বাধীনতা তুমি সে বৈশাখি ঝড়
চৈত্রের মত বিশাল খরা,
শেরে বাংলা, ভাসানি, বঙ্গবন্ধু
তুমি কার আদর্শে গড়া?
স্বাধীনতা তুমি সন্তান হারা মা
কষ্টে বুকফাটা আর্তনাদ,
যাতনার অনলে দগ্ধ হয় তারা
প্রতিদানে পায় আঘাত।
স্বাধীনতা তুমি এক উঁচুশ্রেণীর
টাকার অহংকার বড়াই,
স্বাধীনতা তুমি অন্নের অভাবে
বেঁচে থাকার এই লড়াই।
স্বাধীনতা তুমি প্রভাবশালীদের
ধর্ম বর্ণ বৈষম্য ভেদাভেদ,
ধনী গরীব, উচু নিচু, ছোট বড়
সমাজে হয় সম্পর্কচ্ছেদ।
স্বাধীনতা তুমি পরাধীন কোথায়
পাই না স্বাধীনতার স্বাদ,
ক্ষমতার স্রোতে মানবতা হারায়
হয় শুধুই ঝগড়া বিবাদ।
[রচনাঃ ১৫/০৯/২০২১ইং]