রক্তাক্ত ফিলিস্তিন
শেখ মুহাম্মদ সোহেল রানা

অবহেলায় কাটছেন জীবন
    ক্ষুধার জ্বালা পেটে,
গণ-হত্যায় হচ্ছেন শিকার
    হাহাকার বুক ফেটে।
ইসলাম হলো শান্তির ধর্ম
    বাঁধা একটা সুতায়,
স্বদেশ ভূমি পরাধীন কেন
    স্বাধীনতা কোথায়?
কাঁদছেন কেন ফিলিস্তিনি
    গাজা বাসিও কাঁদে,
সত্যের সাথে দ্বীনের পথে
    ন্যায়ের যুদ্ধ বাঁধে।
ঝড়ছে রক্ত মারছে মানুষ
    দীর্ঘ লাশের সারি,
ধ্বংসস্তুপ ঐ গাজার মাটি
    ঠিক যে মৃত্যুপুরি।
উগ্রবাদ সেই জালিম সন্ত্রাস
    হায়েনার সেই ঘাঁটি,
করছে লুটপাট খাচ্ছে গিলে
    ফিলিস্তিনের মাটি।
বন্ধ করে ঐ আল আকসা
    মুসলমানের কাবা,
ঘাতক সন্ত্রাস হায়েনাদের
    বর্বর হামলার থাবা।
পায় না রেহাই নারী পুরুষ
     নিঃপাপ দুগ্ধ শিশু,
ধ্বংস করলো পূর্ণ্যের ভূমি
     জালিম হিংস্র পশু।
ব্যাথায় ভরা জীবন যাদের
     দুঃখ আপন কাছে,
জীবন যুদ্ধের লড়াই করে
     এখন বেঁচে আছে।
মজলুম বাসীর সহায় হয়ে
    দাঁড়াও পাশে রুখে,
জন্ম হতেই জ্বলছেন যারা
    থাকেন একটু সুখে।
গর্জে উঠো মুসলিম বিশ্ব
     অন্ধ কেন থাকো,
ভেঙে দিয়ে জালিমের হাত
    স্বাধীনতায় ডাকো।

[রচনাকালঃ ১৩/০৪/২০২৪ ইং]