অধিকার
শেখ মুহাম্মদ সোহেল রানা
চোরে চোরে মাসতুতো ভাই
চোরগুলো সব মিলে,
করছে লুটপাট মারছে মানুষ
দেশটা খাচ্ছে গিলে।
টাকার পাহাড় বিলাস জীবন
থাকেন নবাব বেশে,
রক্তের বন্যায় ভাসায় মানুষ
লুটপাট করে দেশে।
দেখায় দাপট খাচ্ছেন লুটে
বিদেশ করছে পাচার,
মজলুম মানুষ ছটফট করে
স্বাধীন ভাবে বাঁচার।
সন্তান হারায় আঘাত বুকে
চোখের জলে ভাসে,
কেনো অকাল শেষ সমাধি
বুকটায় দূর্বা ঘাসে।
যোগ্য প্রার্থী পায়না চাকরি
পায়না খেতে খাবার,
স্বদেশ ভূমি সোনার বাংলা
নয়তো কারও বাবার।
সন্তান হারায় শোকে কাতর
পেটে ক্ষুদার জ্বালা,
যৌক্তিক দাবি করে আদায়
পরবে বিজয় মালা।
স্বাধীন দেশে অন্যের অধীন
থাকবেনা হয়ে অন্ধ,
জীবন যুদ্ধের শহীদ মজলুম
জবান হবে না বন্ধ।
বিবেককে তোদের প্রশ্ন কর
তোরাই এটার দায়ী,
একদিন তোদের হবে পতন
জালিম হয়না স্থায়ী।
ভাষার শহীদ মুক্তির যুদ্ধের
মহান গৌরব গাঁথায়,
স্বাধীন যেন হারিয়ে গেছেন
পাঠ্য বইয়ের পাতায়।
লোক দেখানো এই নির্বাচন
বসে দেশের আসন,
মজলুমদেরকে করে জুলুম
দেশটা করে শাসন।
রচনাকালঃ ০২/০৮/২০২৪ ইং।
আনসার রোড, শ্রীপুর, গাজীপুর।