“মেঘে ঢাকা চাঁদ”
শেখ মুহাম্মদ সোহেল রানা
স্বপ্ন দেখাটা তুমিই শিখিয়েছিলে আমাকে
আর বলছিলে তুমি আমার হবে ,
ভাবিনি সে স্বপ্ন এমন নির্মম হয়ে আমায়
এতটা ক্ষত বিক্ষত করে দিবে ।
ভালোবাসার নামের সেই অভিশপ্ত প্রেমে
তোমার সেই হাত দুটি বাড়াতে ,
পূর্ণিমার চাঁদের মতো এ মনের আকাশে
অপরুপ সেই জ্যোছনা ছড়াতে ।
আজ কোথায় তুমি এই আমায় কাঁদিয়ে
সেই সুখটাকে তুমি খুঁজে পাবে ,
ভাবিনি পূর্ণিমার সেই চাঁদটা এমন করে
আঁধার কালো মেঘে ঢেকে যাবে ।
নিঃসঙ্গ আমি পেয়েছো কী সুখটা খুঁজে
যা ছিলো লোভী মনে তোমার ,
বৈশাখী ঝড়ের মতো আহত হৃদয়টাকে
তুমি ভেঙ্গে করেছো একাকার ।
তোমার বিরহের এ জ্বালাটা বুকে নিয়ে
ঝড়ছে দুই চোখের অশ্রু কতো ,
নিঃস্বার্থ ভাবে আমি বেসেছিলাম ভালো
চলে গেলে তুমি স্বার্থপরের মতো ।
তোমাকে ভালোবেসে পেলাম না কিছুই
হারিয়েছি সব যেটা ছিলো বাকী ,
হয়তো কখনও ফিরে পাবো না তোমায়
তবুও আশায় পথটা চেয়ে থাকি ।
রচনাকালঃ ২৭/০১/২০১৯ ইং।