কলম আমার
শেখ মুহাম্মদ সোহেল রানা
কলম আমার সঙ্গের সাথী
বেঁচে থাকার আশা,
কলম আমার বজ্র কণ্ঠের
প্রতিবাদের ভাষা।
কলম আমার সবার জন্যে
সত্যের কথা বলে,
কলম আমার যুদ্ধের অস্ত্র
লড়াই করে চলে।
কলম আমার মনের কথা
লেখে কাব্যে গানে,
কলম আমার রঙ্গিন জীবন
দোলা লাগায় প্রাণে।
কলম আমার জীবন মাঝে
ভালো লাগার গীতি,
কলম আমার আবেক দিয়ে
আঁকড়ে ধরে স্মৃতি।
কলম আমার সকাল সন্ধ্যা
মিষ্টি সূরের বাঁশি,
কলম আমার দুঃখী জনের
মুখে ফোটায় হাসি।
কলম আমার শক্তির উৎস
সকল ঘাতক হটায়,
কলম আমার ন্যায়ের পক্ষে
সন্ত্রাস পতন ঘটায়।
কলম আমার এতিম যারা
চোখের জলে ভাসে,
কলম আমার সুখের জন্যে
থাকে তাদের পাশে।
কলম আমার প্রথম শিখায়
মানুষ হইতে খাঁটি,
কলম আমার বাসে ভালো
স্বদেশ মানুষ মাটি।
[রচনাকালঃ ০১/০৫/২০২৪]
কানিহারী, আহাম্মদাবাদ, ত্রিশাল, ময়মনসিংহ।