চোখদুটো জেগে থাকে-
শৈশবের চোখে তাকিয়ে।
পৌষের শীত মাখে। কুয়াশা মাখে
চোখের পাতা ভিজতে থাকে
সেদিনের মত করে।
আলপথ রোধ করা কুয়াশাস্তুপে;
শরীর চুবিয়ে রাত্রি যাপন।
প্রকৃতির সশব্দে শিশিরস্নান
নিস্তেজ মেঠোপথে- জমে থাকা পুরনো পায়ের ছাপ
শাপলার দীঘিতে ভাসতে থাকা- উলঙ্গ শরীর
সরিষার ক্ষেতে শেষ হওয়া; দিগন্ত
জমাটবাঁধা চিতইয়ের ঝোলে-তৃপ্তি
আমি পাশ ফিরে শুই
চোখদুটো তবুও তাকিয়ে থাকে-
শৈশবের চোখে