চুনাদাগের সীমানা টেনে প্রতিযোগিতার আয়োজন করা হয়। কচ্ছপের পায়ে বেঁধে দেয়া হয় পূর্বের জয়। যথানিয়মে আমার পায়ে দগদগে বিরহ,পরিচিত মুখের অভুক্ত প্রতিচ্ছবি।বেশ শক্তকরে বেঁধে দেয়া হয় নিয়মিত অনিদ্রার রাতগুলো এবং বিষণ্ণ ব্যঞ্জন।অসাড় হয়ে আসে চারদিক। নতজানু হতে চায়-শরীর। বাঁশির ফুঁ...কচ্ছপ হাঁটতে শুরু করে আগের নিয়মে। মজবুত গতিতে, উপেক্ষা করতে চাইলাম পিছুটান। মাটি আঁকড়ে ধরে পায়ের ছাপ। ক্লান্তির কোলে ঢলে পরি সর্বাঙ্গে...। কচ্ছপ ততক্ষণে পৌঁছে গেছে চুনাদাগের কাছে। খরগোশের মত আমি হেরে যাই অনিচ্ছায়! তবে সেদিন কি খরগোশের পায়েও...
কবিতাটি ৪৭০ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ১৪/০৩/২০১৮, ০৮:৩৮ মি: