ব্যালকনি ছুঁই ছুঁই শিমুলের শাখা
ফাগুনের রোদ এসে দিয়ে যায় দেখা।
স্থির মন দুলে ওঠে
কার সাড়া পেয়ে
কোকিলের ঠোঁট যায়
কোন কথা দিয়ে।
গম্ভীর চোখ খোলে- কবিতার পাতা
কিছু সুখ লিখে রাখে ফাগুনের খাতা।
পলাশের বোঁটা ক্ষয়ে
রাজপথ লাল
মনে হয় এ তোমার
শাড়ির আঁচল।
খোঁপায় তুলে রাখো ফাগুনের রঙ
দেখে যেন চেনা যায়; তুমি প্রিয়জন।
সরোবর, নীলক্ষেত
টিএসসি ঘুরে...
তুমি আমি ফিরে যাবো
ফাগুনের ঘরে।