ছায়াহীন পরিত্যক্ত পাপ হেঁটে আসে
ছায়া অনুসরণ করে। পৈশাচিক আনন্দ দখল করে নেয় এক তৃতীয়াংশ-বোধের
অথচ এ স্পর্ধা হয়ে ওঠেনি কোনোকালে
কোন প্রলোভনে। একজোড়া টিকটিকি টিক-টিক করে ওঠে দেয়ালে
একটু একটু করে বিকেল গড়িয়ে যায়...অন্য শতাব্দীর দিকে
ঘাসের বেড়ে ওঠা, মরে যাওয়া এবং পুনর্জন্মে তা বুঝতে পারি। অনন্তের দিকে এ পাড়ি
পাপ হেঁটে আসে-নরম আঙ্গুলকে উদ্দেশ্য করে
মুখোশগুলো পুরুষত্বের দাবিদার। পাপের জনপ্রিয়তা দেখি পুনর্বার
নারী অথবা জাগতিক সুখ যারা পুষে-পাপ, মুখোমুখি এনে দাঁড় করায়
তাদের। হকচকিয়ে উঠি,সকল বোধ এক তৃতীয়াংশ পাপে গেছে ভরে