কাশফুলের দোলা যেন এক ঝাঁক উড়ন্ত সাদা পায়রা।
বর্ষার পরেই বাংলার প্রকৃতিতে বহে শুভ্রতার ফোয়ারা।
প্রকৃতিতে এলো শরৎ! মেঘমুক্ত ফর্সা আকাশ।
স্নিগ্ধ রাত, আলোকোজ্জ্বল প্রাত, শুষ্ক বাতাস।
অভিমানী রিমঝিম বৃষ্টিতে ঝরে অজস্র শিউলি ফুল।
দুর্বাভেজা গায়ের মেঠো পথ মনে তোলে --উতরোল।
পাতা কুড়ানির মেয়ে হর্ষে ফুল কুড়ায়
বৃষ্টির পরশ মাখে কিশোরীর নগ্ন পায়।
শিশিরস্নাত পাতায় সূর্যের কিরণ সত্যি অপরূপ।
রাত পোহালেই পাল্টে যায় প্রকৃতির চেনা রূপ।
নদী, খাল, বিলের ধারে শুভ্রতার হাতছানি
শাপলা পদ্ম বকের ডানায় আসে শরৎ বানী
রৌদ্রছায়ার লুকোচুরি, ঝিরঝিরে বাতাসে জাগে ঢেউ
বিমুগ্ধ শুভ্রতার এমন শরৎ দেখেছ কি কোথা কেউ?
১০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ।
দারুস সুন্নাহ। ঢাকা