(যে কারণে পদ্মা সেতু নামকরণ)
পদ্মার নামে পদ্মা সেতু কী করে হলো
এ কথাটি জানতে হলে পিছনে চলো।
শিমুলিয়া-কাঁঠালবাড়ি চোঁখাচোঁখি ঐ
সর্বনাশা পদ্মা পাড়ের দুঃখ কথা কই।
মাওয়া- জাজিরা এখন পরিচিত নাম
পদ্মা সেতুর পদ্মকথার গীত রচিলাম।
১৩ তম দীর্ঘ সেতুর কোনবা দেশ তার নাম
বঙ্গবন্ধুর সোনার বাংলা জানিয়ে রাখলাম।।
খেয়াঘাটের বিড়ম্বনা কি বলিব আর
নৌকাডুবি নিত্য হত সপ্তাহে সাতবার।
কত কিযে খেয়ে নিল পদ্মা নদীর জল
পতিহারা নববধূর চোঁখ করে টলমল।
সাতপুরুষের ভিটাবাড়ি পদ্মা নিল কেড়ে
পদ্মার ইলিশ খেতে মজা,সুখ রয়না ঘরে।
ভাঙ্গন ছাড়া কি আছে ভাই পদ্মার ইতিহাসে
সেতু হবে পদ্মার উপ-র শুনে কালু হাসে।।
পদ্মাবতীর দুধের শিশু পদ্মা নিল কেড়ে
রাক্ষসীনি পদ্মা নদী হাজার বছর ধরে।
স্প্যান বসিবে আজব খবর পদ্মা নদীর উপর!
স্প্যান বসিল সতের সালের তিরিশ সেপ্টেম্বর।
২২ পিলারের মাটি নরম ২০ পিলার শক্ত
স্ক্রিন গ্রাউটিং'র গুণে হইছে আরো পোক্ত।।
নিজের টাকায় পদ্মা সেতু ভেবে অবাক বিশ্ব
বঙ্গবন্ধুর সোনার বাংলা কি করে হয় নিঃস্ব।
৪১টি স্প্যান বসিয়ে ৪২ পিলারে।
ঢাকার সাথে যুক্ত করল ২১ জেলারে।।
রেলের উপর গাড়ি চলে চারি লাইন ধরে
পদ্মা নদীর জলে আলো ঝলমল করে।
শতকাজে রাজধানী আজ নয়তো বেশি দূর
রাত থাকিতে পৌঁছে যাবে হইবেনা আর ভোর।
১৩ তম দীর্ঘ সেতু সারা বিশ্ব জানে
নির্মাণ কৌশল সর্বাধুনিক গুণে আর মানে।।
পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ বেশি দূরে কই
উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পাতিয়াছে সই।
আমার বাড়ি বাউনবাইরা খুশিখুশি লাগে
বাংলাদেশটার উন্নয়নে মনে আশা জাগে।।
ফিসফিসানি, গুণগুণানি কথা কাটাকাটি
পদ্মা সেতুর গল্পের মূল্য ৩০ হাজার কোটি।
বঙ্গবন্ধু নামের সাথে পদ্মা নামটি যায়
সেতু হবে পদ্মা নামে জননেত্রী চায়।।
মোংলা পৌরসভা।
১৫ জুন ২০২২।