আমার প্রাণোচ্ছল স্মরণ সভায়
সুন্দরের কল্পনায় মুখরিত জীবন
স্মৃতির সরণী বেয়ে হেঁটে এসো
থেমে গেলে হাসি খুশি আয়োজন।


অস্ফুট বেদনায় নীল
তোমার উৎপল চোঁখের জল
আর কম্পমান ঠোঁট
কী যেন কী বলছে অনর্গল।


আমি শত বসন্তের এক ঝরাপাতা
সব কলি ফুটেনা সব পাতাই ঝরে
পদতলে মড়মড় শিশু গড়ে খেলাঘর
খেলা শেষে কেবা মনে রাখে তারে!


ঘোর বৃষ্টিস্নাত দিনে
ভাললাগা ভালবাসার কোন গানে
ধূসর বিস্মৃতির স্মরণ  
সহসা অশ্রু ঝরাবে আঁখি কোণে।

২৩ অক্টোবর ২০২০ইং
টিটিসি ডরমিটরি, বরগুনা।