স্বাধীনতার সুবর্ণজয়ন্তী-বিজয়ের মাহেন্দ্রক্ষণে
বিজয়ের মহানায়কের স্বপ্নবাজ সাহসিকা কন্যা
ফের শোনালেন জাগরণের গান হিমেল সমীরণে।
৫০ বছর আগে যে স্বপ্ন জাতির জনকের চোঁখে
বিশ্ব আজ অবাক চোঁখে সে বাংলার ছবি দেখে।

জোনাকি পোকার আলোয় পথচলা জনপদে
শিশু আঁকে আলোকিত সোনার বাংলার ছবি
নিয়নের ঝলকানী,কল কারখা শিল্প পদেপদে।
পদ্মা মেঘনা যমুনার দুকূলে ভালোবাসার বন্ধন
জাতিসত্তার চেতনা বাঙালিকে করেছে আপন।

বঙ্গবন্ধুর আহবানে রেসকোর্স ময়দানে ৭ই মার্চ '৭১
শোষণ লাঞ্জনার প্রতিবাদে যে হাতে গর্জে ওঠে লাঠি
পাঁচ দশকের ব্যবধানে লাল সবুজ পতাকার সম্মানে
উন্নত সমৃদ্ধ বাংলার প্রয়োজনে তোলেছে শপথ মুঠি।

[বিজয়ের ৫০ বছর পূর্তি, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর ২০২১ বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দেশব্যাপী শপথ পাঠ স্মরণে ]

১৭ ডিসেম্বর ২০২১।
পায়রা বন্দর।