কন্যা স্বর্গের ছায়া
পৃথিবীতে কন্যা শিশু স্বর্গের ছায়া
তাদের দিলে অধিকার, স্নেহের অর্ঘ্য
নিশ্চিত পরপারে মিলবে স্বর্গ।
আজকের কন্যা শিশু আগামী বিশ্বের বিজয়িনী নারী
সময়ের সেরা বন্ধু, বোন, মমতাময়ী মা, প্রিতমা স্ত্রী।
সুযোগ সাহস দিলে কন্যা হবে এক আলোকবর্তিকা
মোহনীয় রূপে সুঘ্রাণ ছড়াবে যেমন ছড়ায় মল্লি কলিকা।
কন্যা শিশুকে দিতে হবে পরিপুষ্টি, শিক্ষার অধিকার, আইনি সহায়তা, চিকিৎসা সুবিধা ও ন্যায় অধিকার,
বৈষম্য থেকে সুরক্ষা, নয়কো কন্যার বিরুদ্ধে হিংসা, সমাজ যেথায় অন্ধ করতে হবে 'বলপূর্বক বাল্যবিবাহ বন্ধ'
আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার।
সকল কন্যা শিশু প্রযুক্তিতে হবে সমৃদ্ধ বিশ্ব হবে উন্নত।
কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা।
থাকবে কন্যা সুরক্ষিত দেশ হবে আলোকিত।
কন্যা শিশুর জাগরণ আনবে দেশের উন্নয়ন।
কন্যা শিশুর জন্য বিনিয়োগ করি,সমৃদ্ধ বিশ্ব গড়ি,
পিতা মাতার জন্য কন্যা শিশু বিধাতার সেরা দান
প্রার্থনা তোমার জন্য আজ পথশিশু নাম যার
মেধা মনন আর শিষ্টতায় তুমি হও সেরাদের সেরা।
আজ সকল পিতা মাতার এই হোক দৃপ্ত অঙ্গীকার
পূর্ণ করে দিবো কন্যার সকল চাওয়া,জন্মগত অধিকার।
ইসলামের নবীর কতই না সুন্দর বাণী,
‘যার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করলো,
অতঃপর কন্যাকে কষ্ট দেয়নি, অসন্তুষ্টও হয়নি
পুত্র সন্তানকে তার ওপর প্রধান্য দেয়নি,
আল্লাহ তাকে জান্নাতে প্রবশে করাবেন। "
২৫ জুলাই ২০২২
মোংলা।