বিশ্ব দেখেছে অস্ত্র ছাড়া এক যুদ্ধ
রিক্ত হাতে বিজয়ীবীর শহিদ মুগ্ধ।
"ভাই পানি লাগবে কারও, পানি"
হাজারো পাষাণ হ্নদয়গলা বাণী।
ঘৃণার বারুদের গন্ধে টুটে যত ফাঁদ
স্লোগানে কাঁপে স্বৈরাচারীর প্রাসাদ।
অধিকার সংগ্রামের পথে পথে পানি
মনে পড়ে কারবালার ফুরাত কাহিনি।
মারণাস্ত্র ছাড়াও যুদ্ধ হয় নহে সংশয়
জালেমের জুলুম মনে জাগায় ভয়।
শেষ ফল জানা 'গণিতজ্ঞ মুগ্ধ' বলে
রাজপথে বুকের রক্ত দিলো ঢেলে!
যমজ স্নিগ্ধ স্বপ্ন আঁকে আখি জলে
অতিথিপরায়ণ তিতাস পাড়ের ছেলে।
৬ আগস্ট, ২০২৪ খ্রিস্টাব্দ। বাঁশতলা, ঢাকা।
🔥কবিতাটি শাহ্ মোঃ সফিনূর সম্পাদিত "পানি লাগবো পানি? " কাব্যগ্রন্থের জন্য নির্বাচিত।