চাঁদের হাটে বসলো মেলা
নাইরে চাঁদে আলো
সূর্য মামার হাসির দ্যুতি
দূর করলো কালো।
ঘুর ঘুর ঘুর মেঘ ডাকে
কাক ডাকে কা কা
রিম ঝিম্ ঝিম্ বৃষ্টি মাঝে
ময়ূর নাচে একা।
পাখ পাখালির কলরবে
বনের পুশু এলো
পেঁচার শুধু মন খারাপ
দেখে দিনের আলো।
হৈহৈহৈ রৈরৈরৈ, বেখাপ্পা সুর
ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাঙ
হাপুসহুপুস করে ইতর প্রাণী
কুয়ার কুনো ব্যাঙ।

১৫ জানুয়ারি ২৩
TI Academy