জাগো মুসলিম

ইসলামের অমিয় বাণী
সকল মুসলিম ভাই ভাই।
ঠুনকো স্বার্থে, পরার্থে
আজ ভাই ভাই ঠাঁইঠাঁই!

মূর্খ্য পালের রোষানলে
খানখান মুসলিম ভূমি।
দখলরাজের নরক রাজ্যে
সুশাসন রয়েছে ঘুমি!

পরচর্চায় মত্ত সবে
পতিত নিজের জমি।
শান্তি পাবেনা ভবে
কোরআন হাদিস চুমি।

১৯ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
গুলশান, ঢাকা।