একযে ছিল সুবোধ বালক সোনা নাম
দশগ্রামে ছিল তার অনেক বেশি দাম।
গুরুজনে ভক্তি করত,ছোটজনে স্নেহ
জ্ঞানগুণে তুল্য তার ছিলনা আর কেহ।

একদিন সোনা নিমগ্নে শূন্যের সাধনায়
লাভ করল সত্য বাণী সত্য আরাধনায়।
মনো ব্যথা ত্যাগের কথা বলে পথে পথে
কত মানুষ ঘর ছাড়ল চড়ল সোনা রথে।

সোনা যখন মহাযোগী বহুত বছর পর
ঘরের ডাকে সাড়া দিল নির্মোহ অন্তর।
সাত পুরুষের জন্মভিটায় ফিরলে যোগী
ত্যাগির দেখা পায়না দেখে সবাই ভোগী।

সত্য বাণী তিতা তাতে মিথ্যার নেই লেশ
যোগীর কথায় গাঁ চলেনা তন্ত্র চলে বেশ।
গাঁয়ের মায়ায় যোগী ভিন দেশে ন' যায়
ভিক্ষার ঝুলি কাঁধে বারেক ফিরে চায়।

১৯/২বিল্ডিং, কোয়ারান্টাইন
মংলা পৌরসভা
২৪ অক্টোবর ২০২১