হ হগ্গলেরে কই আমি বাউনবাইরার পোলা
মূল্য আমার কেরে অইতনা আশি টেহা তুলা?
দশ মাস দশ দিন জননীর জরায়ুতে ঝুলে
কেউ দেখেনি কাঁদতে যখন মায়ের কোলে।
জন্মান্তে একযুগ পরে বয়ঃসন্ধি এলে
কেউ পারেনি বলতে বন্য বাদর ছেলে।
জন্মাতে দুই যুগ পরে যৌবনের কালে
কস্মিনেও ঢিল ছুড়িনি কারো পাকা ফলে।
সবার সুখে আমি হাসি কাঁদি সবার দুখে
ভাবছি এখন কী করা যায় করোনা অসুখে।
করোনার করুণ গাঁথা লিখছি ভরে খাতা
দীনের পথে থাকলে তবে খুশি হন বিধাতা।
হাসি মুখে সতত থাকি,খুশি পাই যতটুকু
কথায় কর্মে কেউ না পাক ব্যথা এতটুকু।
আচার আচরণে শরীর-মনে লালন করি
ভদ্রতার লেবাস
কোন জেলাতে আছে বল এমন সোনার
ছেলের বাস?
আমি তিতাস পাড়ের বাউনবাইরার পোলা
হাছা কইছি মূল্য আমার আশি টেহা তুলা।
রচনাকাল: ২৭ জুন ২০২০ইং
হাজী ভবন, খিলবাড়ির টেক,ঢাকা।