এক সাগর ভালোবাসা চাইনি
খুঁজিনি'ক প্রিয়ার চাঁদপানা মুখ
শিশিরস্নাত গোলাপ রাঙাধর,
আমার চাই দুটো বিশ্বাসী চোঁখ।

ঝর্ণার মত চঞ্চলা নদীর মত কথা বলা
নায়াগ্রা জলপ্রপাতের মত খোলা কেশ
জিরাফ সম গলা,হরিণীর মত হাটাচলা
হাসিতে মুক্তা ঝরে,ঝরে রূপের আবেশ।

এমন ষোড়শী হলে কে দিবে গো ঠেলে
ধরে রাখবে আষ্টেপৃষ্টে শত জনম ভর,
আমিতো নামিনি মোহের বারিধি কূলে
বাঁধিনি'ক দু'জনে মিছে বালুচরে ঘর।

এক সাগর ভালোবাসা চাইনি
খুঁজিনি'ক প্রিয়ার চাঁদপানা মুখ
শিশিরস্নাত গোলাপ রাঙাধর,
আমার চাই দুটো বিশ্বাসী চোঁখ।

সোলাম
১২ মার্চ ২০২১ইং