ধনে রণে কোথা সুখ;
ধনীর মনে বড় দুখ।
কালের স্নেহ বিনয়
স্বার্থ ভরা অভিনয়।
হাজিবে অপমান;
নগ্নতায় সম্মান!
একটা পদবি চাই;
মরে যাক ভাই।
কাজ পেতে ঘুস;
কাজীর কী দোষ।
সব শালা চোর;
নিশি এখন ভোর।
মিষ্টি কথার ঢালী,
ইতি গুড়ে বালি।
গড়ে প্রসাদ বাড়ি;
মন চায় অপ্সরী।
অমরত্বের গোটা খায়,
তবু কেন চির বিদায়?
অহর্নিশ চলছে ধোকা
কেযে এপ্রিলের বোকা?
মোংলা পৌরসভা।
১ এপ্রিল ২০২২।