জীবনটা আজ শূন্যতায় ভরা ,
ঘিরে আছে শুধু হাহাকার।

দু চোখ আজ স্বপ্ন হারা ,
চারিদিকে শুধু অন্ধকার !

তবুও আনন্দে সুখ ছাড়া ,
হৃদয়ে একে ছবি তোমার ।

জানিনা আমার আপন কারা?
তোমার কল্পনায় আমার সংসার ।

ভাল থেকো তুমি আমায় ছাড়া ,
দুরে থাকলেও ছবি আঁকবো তোমার ।