জগত টা আজ রঙ্গমঞ্চে
মেতেছে রঙিন নেশায় ,
পৃথিবীটা আজ পার্ক হয়েছে
বেহায়া যেন সবাই ।

পশুরা আজ বনে থাকেনা
খোলা মাঠেই তাদের বিস্তার,
মানুষরূপী এ পশুদের কাছে
বন্যরাও মানে হার।

বৈধ-অবৈধের মাপকাঠি এখন
আবেগে হয়েছে বিলীন,
পশুদের মত আচরণ মানবের,
পশুদের থেকেও অশালীন ।

যেখানেই তাকায় সেখানেই জোড়ায়
নেই যে কোথাও খালি ।
দেখে যে তা বন্যরা হাসে-
শয়তান দেয় হাত তালি ।