রোজা শেষে ঈদ এসে
সেটাও হলো শেষ।
তার পরে আমাদের তরে
থাকলো কি বিশেষ?

বুঝে দেখো ভেবে দেখো
আছে কিনা কিছু।
আত্মশুদ্ধি আর পরিশুদ্ধি
বানিয়েছে কি নিষ্পাপ শিশু।