হেলায় খেলায় দিন চলে যায়
ইবাদতে দিইনা মন।
কর্ম জীবন ব্যস্ত যে আমি
দেখায় এই কারণ।

ছয়টি দিন এভাবেই যায়
ছুটির দিনটা বাকি।
শুক্রবার যে বিশ্রামের দিন
তাই ইবাদতে দিই ফাঁকি।