মুসল্লিরা তোষামোদ করে বললো বাপু এসো
না গো না সময় তো নেই সবই তো বুঝো।
এবার ধরে ইমাম সাহেব শোনায় নানা ফযিলত
ব্যস্ত জীবন দিলাম তখন নানা রকম কৈফিয়ত।
মহল্লার সবাই বলে, আপনি কেন এমন করেন?
গুছিয়ে নেন যা যা আছে অনুগ্রহ করে চলেন।
মাতব্বর সাহেব এবার এসে ধরে আমার হাত
আপনি ছাড়া কেউ নেই ভাই মাত্র দশটা রাত।
কমিটি এবার ঘোষণা দিল ঈদের বকশিস আছে
নতুন পোষাক সাথে পাবে যে যে থাকবে এসে।
এবার দেখি অনেকেই হলো বকশিস-পোশাকের লোভে
এভাবে কি ইতেকাফ হয় করলে পার্থিব লাভে?
নিজের ইচ্ছায় ইতেকাফ করবো অন্যের কথায় কেনো?
কোন কিছুর লোভে নই যদি আল্লাহকে তুমি মানো।
পোশাক, খাবার, বকশিস দিয়ে গরীব মানুষ ধরে এনে
ভাড়া চালিত এই ইতেকাফ, রব কি তা নেবে মেনে।
পরিবর্তন হোক আমাদের মন, পরিবর্তন হোক সংস্কৃতি।
ইতেকাফ এমন হোক, যাতে থাকবে আল্লাহর সন্তুষ্টি।