থাবা বসালে লালসার তুমি
কয়েক মিনিটের সুখ।
সামান্য একটু শান্তি মিলিলেও
কাঁপেনা তোমার বুক?
একটু খানি সুখে করিলে
নারী দেহ ছারখার।
ভাবলে না সে বড় কি ছোট
ধারলেনা কোন ধার।
পরে কি হবে ভাবোনা তুমি
শয়তান খেয়েছে মগজ।
ঘটানোর আগেই ভাবিও ধর্ষক
পুলিশে করবে খোঁজ।