ক্ষমতা আছে বলে দেখিয়ে তা
ভয় দেখানোর আগে।
ভেবে নিবে তুমি তোমার ক্ষমতায়
আসলে কি ভয় পাবে?
সাহসী দের যদি ভয় দেখাও তুমি
উঠবে তারা যে জেগে।
ক্ষমতা তখন হাত ছাড়া হবে
যেতে হবে তোমাকে ভেগে।
ঠাণ্ডা মাথায় কাজ করো তাই
কখনো যেও না রেগে।
ক্ষমতাকে শিখো তুমি সম্মান করতে
তোমার বিবেক উঠুক জেগে।