মুখ দেখেছো মুখ?
যার নাম দুমুখ।
গন্ধ ছড়ায়-
উপর নিচে
সামনে পিছে
বলে বেড়ায়-
এ যে বিরাট অসুখ।
মুখ দেখেছো মুখ?
যার নাম দুমুখ।
কথা লাগায়-
এখানে ওখানে
যেখানে সেখানে
ঘুরে বেড়ায়-
সে যে বিরাট মিথ্যুক।
মুখ দেখেছো মুখ?
যার নাম দুমুখ।
কথা সাজায়-
ছলে বলে
সকালে বিকালে
বাঁশি বাজায়-
তার বিষাক্ত মুখ।