রমাদ্বান আসিলে হৃদয় দোলে
কলব হয় পুলকিত।
স্বাধীন ভাবে ইবাদত হবে
ভাল কাজ ইচ্ছামত।

মুত্তাকি ও রবে ব্যবসা চলবে
ইবলিস হবে বন্দি।
ভালো থাকবে মন্দ হাঁটবে
থাকবে না দুরভিসন্ধি।

তবুও অন্যায় কেন ঘটায়-
প্রতারণা আর মিথ্যা?
ভাল ছাড়িয়া খারাপ ধরিয়া
কেন সব হয় বৃথা?

উত্তর একটাই আমরা পূজায়
নফসের গোলামি করি।
শয়তান নাই, তবু ও হায়
নফসের পাল্লায় পরি।

নিজেকে বাঁচাতে আল্লাহর পথে
রমাদ্বানের সুযোগ নিয়ে।
শয়তান-নফসের সকল ফাঁদের
সমাপ্তি ঘটিয়ে দিয়ে।

রোজার পূর্ণতায় থাকবো চেষ্টায়
হৃদয় করে শুদ্ধ।
রমাদ্বান শেষে শয়তানি বেশে
হবোনা আর উদ্বুদ্ধ।