থাকতে চাই সবার মোনাজাতে
দোয়াতে কিংবা অভিশাপে।

অভিশাপ গুলো দোয়া হয়ে,
দোয়া গুলো সব কবুল হয়ে-
লিখিত থাক হিসাবের পাতাতে।
থাকতে চাই সবার মোনাজাতে।