গুগলে সার্চ করে যদি তোমাকে পাওয়া যেত ।
তবে বিশ্বের পরিসংখ্যানে সর্বোচ্চ সার্চ লিস্টে তোমার নাম টাই আসতো ।

তোমাকে যে কত খুঁজি, কত খুঁজি!
তা শুধু আমিই বুঝি, আমিই বুঝি ।