মন বোঝেনা চাই কি আমি
আমি বুঝিনা চায় কি মন।
মনে আমাতে যুদ্ধ বাঁধে
সকাল বিকাল সারাক্ষণ।
বামন আমি জমিনে থাকি
মন ছুটে যায় ঐ চাঁদে।
মনে মনে যত ছবি আঁকি
আমাকে ফেলে শুধুই ফাঁদে।
মন আমাতে এই সংঘাত
জানিনা চলবে কতদিন।
মন আমাতে মিল হয়ে
কবে যে হবে সব রঙ্গিন।